*ইউনিফর্ম সংক্রান্ত বিজ্ঞপ্তি*
হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের অবগত করা যাচ্ছে যে, আগামী ২০২৪ সাল থেকে সযুক্ত ছবি অনুযায়ী একই রঙ্গের মাদ্রাসার লোগোসহ নির্দিষ্ট পোষাক নির্ধারণ করা হয়েছে। পোষাক তৈরীর জন্য জগন্নাথপুর বাজার ইকবাল টেইলার্স এর সাথে যোগাযোগ করার জন্য অনূরোধ করা হলো। মাদ্রাসায়ও যোগাযোগ করে কাপড়ের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখ্য মাদ্রাসার ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। ইউনিফর্ম ব্যতীত কোন ছাত্রছাত্রী মাদ্রাসায় প্রবেশ করতে পারিবেন না।
* পোশাকের বর্ণনা*
1.ছেলেদের জন্য= পায়জামা পাঞ্জাবি এবং সাদা টুপি
2. উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রীদের জন্য= বোরকা এবং সাদা হিজাব
3. প্রাথমিক স্তরের ছাত্রীদের জন্য= গোল কামিজ হাঁটুর নিচ পর্যন্ত সাথে পায়জামা এবং সাদা হিজাব